
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আগামী ১২ ঘণ্টার মধ্যে একটি নতুন লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং বজ্রঝড়ের প্রবণতা বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার (১৭ আগস্ট) সকাল ৯টার পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ ওড়িশা–উত্তর অন্ধ্র প্রদেশ উপকূলে অবস্থানরত আগের লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে এবং বর্তমানে ছত্তিশগড় ও আশপাশের এলাকায় দুর্বল আকারে রয়েছে। তবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার (১৭ আগস্ট): রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক স্থানে এবং রাজশাহী ও খুলনার কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।
সোমবার (১৮ আগস্ট): রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বেশিরভাগ স্থানে এবং রাজশাহী ও ঢাকার কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (১৯ আগস্ট): খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু জায়গায় বৃষ্টি নামতে পারে। এ সময় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বঙ্গোপসাগরে সৃষ্ট এ ধরনের লঘুচাপ বৃষ্টিপাতের প্রবণতা বাড়ালেও এর প্রভাব ঝড়ো হাওয়ার আকারে দেখা দিতে পারে না। তবে ভারী বর্ষণ জনজীবনে প্রভাব ফেলতে পারে।




























