আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনার তানজিম তামিম ও ইমোনের উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল।
এরপর ৩ এ নামা টাইগার ইনফর্ম ব্যাটসম্যান তাওহীদ হৃদয় রান আউট হলে মাত্র ১১ রানে ৩ উইকেট হারায় টাইগাররা।
হৃদয়কে হারানোর পর মাঠে নামে মেহেদী হাসান, লঙ্কা স্পিনার হাসরাঙ্গার বলে উইকেট বিলিয়ে দিয়ে আসে গুরুত্বপূর্ণ সময়ে।
এরপর দলের এমন ব্যাটিং বিপর্যয়ের মধ্যে হাসারাঙ্গার মত ইনফর্ম বলারকে অহেতুক সুইপ রিস্কি শট খেলতে গিয়ে দায়িত্ব জ্ঞানহীনের মতো দলকে বিপদে ফেলে মাঠ ছাড়ে তুমুল সমালোচিত অধিনায়ক লিটন দাস।