আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা শুরু হয়েছে।
শনিবার বিকাল ৫টার পর থেকে ফলাফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন।
এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। ওইদিন রাত সোয়া ১০টায় ভোট গণনা শুরু হলেও ম্যানুয়ালি গণনা করায় ফল প্রকাশে দীর্ঘ সময় লেগে যায়।
বহুল প্রতীক্ষিত এ নির্বাচন বয়কট করেছে ছাত্রদলসহ চারটি প্যানেল এবং স্বতন্ত্র পাঁচ প্রার্থী। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব ও অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনারসহ বিএনপিপন্থি চার শিক্ষকও পদত্যাগ করেছেন।
এবারের জাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১৭৭ জন। মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। এরমধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
৩৪ বছর পর আয়োজিত এই ছাত্রসংসদ নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।