আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য দিয়েছে।
টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজেয় ভারত শুরুতে কিছুটা চাপে ছিল। প্রথম তিন ওভারে বাংলাদেশ ক্রিকেট দল ভারতের ব্যাটসম্যানদের লাগাম টানে, এবং তারা মাত্র ১৭ রান সংগ্রহ করতে পারে।
এরপর ভারতের ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল ধারাবাহিক আক্রমণ চালিয়ে ইনিংস গড়েন। চতুর্থ ওভারে নাসুম আহমেদ ২১ রান দেন, পঞ্চম ওভারে মোস্তাফিজ ১৭ রান খরচ করেন, এবং ষষ্ঠ ওভারে সাইফউদ্দিনও ১৭ রান দেন।
পাওয়ার প্লের ৬ ওভারে ভারত কোনো উইকেট না হারিয়ে ৭২ রান সংগ্রহ করে। সপ্তম ওভারে রিশাদ হোসেন প্রথম বলেই ৪ রান খরচ করেন এবং পরের বলে শুভমান গিলকে আউট করেন। শুভমান গিল খেলেন ১৯ বলে ২৯ রান।
রিশাদ হোসেন পরের ওভারে শিবম দুবেকে ফেরান। ১১.১ ওভারে অভিষেক শর্মা রান আউট হন, ৩৭ বলে ৭৫ রান করেন তিনি, ৬ চার ও ৫ ছক্কায়। তার আউটের পর ভারতের ইনিংস কিছুটা চাপের মুখে পড়ে, ১০ ওভারে ২ উইকেটে ৯৬ রান।
বাংলাদেশের বোলাররা পরবর্তীতে ভারতের ব্যাটসম্যানদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন। ১২তম ওভারে মোস্তাফিজ ২ রান খরচ করে অভিষেক শর্মা ও অধিনায়ক সূর্যকুমার যাদবকে আউট করেন।
শেষে হার্দিক পান্ডিয়া ২৯ বলে ৩৮ রান করেন। ২০ ওভারে ভারত ৬ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে, যা বাংলাদেশকে জয় বা হার নির্ধারণের জন্য ১৬৯ রানের লক্ষ্য দেয়।