আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিলিস্তিনপন্থি মিছিলে হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন। আয়োজকরা জানিয়েছেন, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এটি সবচেয়ে বড় সমাবেশ।
শনিবার অনুষ্ঠিত ওই মিছিলে আনুমানিক ৫০ হাজার মানুষ অংশগ্রহণ করেছেন, যদিও নিউজিল্যান্ড পুলিশ সংখ্যাটি প্রায় ২০ হাজার বলে ধারণা করছে। আওতারোয়া ফর প্যালেস্টাইনের মুখপাত্র আরামা রাতা বলেছেন, গাজায় ইসরাইলি আগ্রাসনের পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে এটি সবচেয়ে বড় মিছিল।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানাচ্ছে, গাজা যুদ্ধে এ পর্যন্ত ৬৪ হাজার ৭৫৬ জন নিহত হয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যানুযায়ী, খাদ্য সংকটের কারণে গাজায় দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে। মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা ও ব্যানার দেখা গেছে। কিছু অংশগ্রহণকারী ‘গণহত্যাকে স্বাভাবিক করবেন না’, ‘ফিলিস্তিনের সঙ্গে একতাবদ্ধ হোন’ প্রভৃতি স্লোগানও দেন।
আয়োজকরা শহরের একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধ করতে চেয়েছিলেন, তবে প্রবল ঝড়ের কারণে তা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, মিছিলের সময় কাউকে গ্রেফতার করা হয়নি।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আওতারোয়া ফর প্যালেস্টাইন চাইছিল নিউজিল্যান্ডের মধ্য ডানপন্থি সরকার ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করুক। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন আগস্টে গাজায় ইসরাইলি আগ্রাসনকে ভয়াবহ হিসেবে অভিহিত করেন। এছাড়া নিউজিল্যান্ড ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে কিনা তাও বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে, নিউজিল্যান্ডের জিউইশ কাউন্সিল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সূত্র: নিউজিল্যান্ড হেরাল্ড, রয়টার্স