আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজশাহীর তানোরে দুই বছরের শিশু সাজিদকে অশ্রুসিক্ত বিদায় জানাল পুরো গ্রাম। শুক্রবার সকালে কোয়েলহাট মধ্যপাড়া এলাকার মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। ছোট্ট শিশুটিকে শেষবারের মতো দেখতে ভোর থেকেই মানুষের ভিড় জমতে থাকে সাজিদের বাবার বাড়ির সামনে।
দিনের শুরুতেই মসজিদের মাইকে ঘোষণা শোনা যায়, কোয়েলহাট পূর্বপাড়ার রাকিব উদ্দীনের দুই বছরের ছেলে সাজিদ আর নেই। এই খবর ছড়িয়ে পড়তেই থেমে যায় গ্রামের সব কাজকর্ম। কৃষকেরা মাঠে যায়নি, দোকানপাটও খোলেনি। সবাই হেঁটে হেঁটে আসতে থাকেন সাজিদের বাড়ির দিকে।
নেককিড়ি কবরস্থানের সামনের ফাঁকা মাঠে সকাল সাড়ে ১০টায় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে দাফন করা হয় কবরস্থানে। শিশুটির সাদা কাপড়ে মোড়ানো নিথর দেহটি যখন জানাজার মাঠে আনা হয়, তখন কান্নায় ভেঙে পড়ে চারপাশ। বৃদ্ধ থেকে স্কুলছাত্র, সবার চোখেই পানি।
সাজিদের মা ছুটে যেতে চাইছিলেন ছেলের দিকে, স্বজনরা ধরে রাখছিলেন, কিন্তু কারও পক্ষে কান্না থামানো সম্ভব হয়নি।
জানাজায় ইমামতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। জানাজা শেষে হাজারো মানুষ হাত তুলে দোয়া করেন সাজিদের মাগফিরাতের জন্য এবং শোকাহত পরিবারের জন্য ধৈর্যের তাওফিক কামনা করেন। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন জানাজায়।
জানাজা শেষে যখন ছোট্ট কফিনটি কবরের দিকে নেওয়া হচ্ছিল, তখন পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়। শুধু শোনা যাচ্ছিল স্বজনদের হাহাকার আর কান্নার শব্দ। গ্রামের মানুষ জানান, একটি শিশুকে বিদায় জানাতে এভাবে পুরো গ্রাম একত্রিত হওয়ার দৃশ্য তারা আগে কখনো দেখেননি।
বুধবার দুপুরে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় সাজিদ। ফায়ার সার্ভিসের কর্মীরা টানা ৩২ ঘণ্টা চেষ্টা চালিয়ে ৪০ ফুট মাটি খননের পর শিশুটিকে উদ্ধার করেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।