
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাজধানীর বসুন্ধরায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে ছিলেন ডেপুটি হাইকমিশনার ক্লিন্টন পোবকে, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসনসহ হাইকমিশনের চার সদস্যের একটি প্রতিনিধি দল। অন্যদিকে, জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা ইয়াছিন আরাফাত।
আলোচনার শুরুতে অস্ট্রেলিয়ান হাইকমিশনার ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। পরবর্তী সময়ে উভয়পক্ষ বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, গণতন্ত্রের উন্নয়ন, এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণমূলক ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।
এ সময় নারী অধিকার, সামাজিক ও প্রশাসনিক ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, এবং স্বাধীনভাবে কাজ করার বিষয়ে জামায়াতের দৃষ্টিভঙ্গি নিয়েও আলোচনা হয়।
উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।



























