আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ডাক্তারদের প্রেসক্রিপশন নিয়ে কড়া নির্দেশ দিয়েছে। আদালত বলেছে, অস্পষ্ট হাতের লেখা রোগীর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। ভুল ওষুধ সেবনের কারণে জীবনহানির ঘটনাও ঘটতে পারে। তাই চিকিৎসকদের স্পষ্টভাবে প্রেসক্রিপশন লেখার নির্দেশ দেওয়া হলো।
আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, একটি মামলার শুনানিতে চিকিৎসা-সম্পর্কিত নথি অস্পষ্ট হাতের লেখার কারণে বোঝা যায়নি। এতে বিচারকরা ক্ষোভ প্রকাশ করেন এবং মন্তব্য করেন, রোগীর জন্য পাঠযোগ্য প্রেসক্রিপশন একটি মৌলিক অধিকার।
রায়ে বলা হয়েছে, মেডিকেল শিক্ষায় হাতের লেখা উন্নত করার পাঠ অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি দুই বছরের মধ্যে ডিজিটাল প্রেসক্রিপশন চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগ পর্যন্ত ডাক্তারদের বড় অক্ষরে পরিষ্কারভাবে ওষুধের নাম ও প্রেসক্রিপশন লিখতে হবে।
ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) জানিয়েছে, বড় শহরের অনেক ডাক্তার ইতোমধ্যেই ডিজিটাল প্রেসক্রিপশনে চলে গেছেন। তবে গ্রামাঞ্চলে এখনও কাগজে হাতে লেখা প্রেসক্রিপশন বেশি ব্যবহৃত হয়। আইএমএ সভাপতির মতে, রোগীর সুরক্ষার স্বার্থেই প্রেসক্রিপশন পাঠযোগ্য হওয়া জরুরি।
সূত্র: বিবিসি