আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্টে অভিষেকের দিনই প্রথম বল হাতে পেয়েই উইকেট তুলে নিয়ে নজর কাড়লেন তিনি।
শনিবার দুবাই ক্যাপিটালসের হয়ে গালফ জায়ান্টসের বিপক্ষে দ্বিতীয় ওভারে আক্রমণে আসেন মোস্তাফিজ। আর ওভারের প্রথম বলেই তুলে নেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজের উইকেট। মিডল স্টাম্পের দিকে করা লেন্থ বলে বড় শট খেলার চেষ্টা করেন গুরবাজ, কিন্তু বল ব্যাটে ঠিকমতো না মেলায় ৩০ গজের ভেতর জর্ডান কক্সের হাতে ধরা পড়েন তিনি।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে দুবাই ক্যাপিটালস। নির্ধারিত ২০ ওভারে দলটি সংগ্রহ করে ১৬০ রান। সেদিকুল্লাহ আতাল ৩৫ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন। জর্ডান কক্স ১৭ বলে খেলেন ঝড়ো ৩১ রানের ইনিংস, আর দাসুন শানাকা করেন ৯ বলে দ্রুতগতির ২৩ রান।
জায়ান্টস ব্যাট করতে নেমে শুরুটা আক্রমণাত্মক করে। প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভারে ২১ রান তুললেও হারিয়েছে ১ উইকেট।