
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: চব্বিশে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আগে ১৫ বছরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সন্ত্রাস এবং তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিহতদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাতে তিনি এ নির্দেশ দেন।
আবরারের বাবা মো. বরকত উল্লাহ হত্যার বিচার ত্বরান্বিত ও গড়াই নদীতে সেতু নির্মাণের দাবি জানান। ছোট ভাই আবরার ফাইয়াজ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীবান্ধব করা ও র্যাগিং বন্ধে পদক্ষেপ চেয়ে বলেন, “বুয়েটে নিপীড়নের ঘটনা আগেও ঘটেছে, বিচার হয়নি।”
ড. ইউনূস বলেন, “আবরার হত্যার বিচার হবেই। আওয়ামী সন্ত্রাস ও রাষ্ট্রীয় নিপীড়নের প্রতিটি ঘটনা তদন্তে আনা হবে। সরকার ইতোমধ্যে ব্যবস্থা নিচ্ছে।”
এসআই/এসএফ





























