আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘‘আমি বলতে চাই, আগামীর বাংলাদেশ কেমন হবে? আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটি লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটি দুর্নীতির বিরুদ্ধে।’’
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, দেশের দুর্নীতির মূল উৎপাটনের জন্য যা প্রয়োজন, তা তারুণ্য ও যৌবনের শক্তিকে একত্রিত করে করা হবে। এই লড়াইতেও ইনশাআল্লাহ বিজয় আসবে।
বক্তব্যের এক পর্যায়ে প্রচণ্ড গরমে মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। কিছুক্ষণ পর তিনি মঞ্চে বসেই উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আবারও বক্তব্য শুরু করেন।
তিনি বলেন, ‘‘জামায়াতে ইসলামী যদি দেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তবে এমপি-মন্ত্রী কোনো সরকারি প্লট নেবেন না, ট্যাক্সবিহীন গাড়ি ব্যবহার করবেন না, কোনো গোপন অর্থ লেনদেন করবেন না। সরকার থেকে কোনো কাজের বরাদ্দ পেলে সেই কাজের হিসাব ১৮ কোটি মানুষের সামনে তুলে ধরা হবে।’’
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। মুক্তি না আসা পর্যন্ত লড়াই চলবে ইনশাআল্লাহ।