আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ বিএনপির কাছে পরিবর্তনের প্রত্যাশা করছে এবং আগামী দিনে দেশ পরিচালনার সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির রয়েছে, তবে তা অবশ্যই একটি নির্বাচনের মাধ্যমে।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ৫ আগস্ট বাংলাদেশের মানুষ বহু প্রতীক্ষিত পরিবর্তন অনুভব করেছে। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে তুলনা করে তিনি উল্লেখ করেন, “যেভাবে অসুস্থ অবস্থায় হঠাৎ স্বস্তির শ্বাস পাওয়া যায়, সেভাবেই সেদিন দেশের মানুষ বুক ভরে শ্বাস নিয়েছে।”
তিনি জানান, এই মুহূর্তে সমগ্র বাংলাদেশ একটি ইতিবাচক পরিবর্তন প্রত্যাশা করছে। যদিও সঙ্গে সঙ্গে সবকিছু ভালো হয়ে উঠবে না, তবে সঠিক উদ্যোগ গ্রহণ করলে তা বাস্তবায়ন সম্ভব। এজন্য বিএনপিকে এখন থেকেই সঠিক পদক্ষেপ নিতে হবে।
দলের অভ্যন্তরীণ গণতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, অনেক রাজনৈতিক দল গণতন্ত্রের কথা বললেও নিজেদের মধ্যে তা প্রয়োগ করে না। তবে ড্যাবের এই সম্মেলন প্রমাণ করবে যে বিএনপির ক্ষেত্রে বিষয়টি পুরোপুরি সত্য নয়।
তিনি স্মরণ করিয়ে দেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন এবং বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিদায় করে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। নেতাদের সেই ধারাবাহিকতা বজায় রেখে গণতন্ত্রের ভিতকে আরও শক্তিশালী করতে হবে বলে তিনি আহ্বান জানান।