আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: জমিয়াতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, আর দেরি নেই—আগামী নির্বাচনে খেজুর গাছের পাশে থাকবে ধানের শীষ। এই দু’টি প্রতীক একসাথে এলে রাজনীতির মেরুকরণ নতুন রূপ নেবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক খেজুর গাছের পাশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি শোভা পেলে জনগণ ঐক্যবদ্ধ না হয়ে পারবে না।
শুক্রবার বিকেলে সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাজধানীর কাছে হলেও আলীরটেক অবহেলিত। যেন ‘বাত্তির নিচে অন্ধকার’। আগামী নির্বাচনে দোয়া পেলে সংসদে গিয়ে এ এলাকার মানুষের জন্য ধলেশ্বরীর উপর ব্রিজ নির্মাণসহ বড় অবকাঠামো তৈরি করব। অন্তত ১৬ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণেরও প্রতিশ্রুতি দেন তিনি।
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন আলীরটেক ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলামের আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসাইন। প্রধান মেহমান ছিলেন আলীরটেক মাদ্রাসার মুহতামিম হাফেজ আতাউল হক সরকার এবং প্রধান আলোচক ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।
এছাড়া কাসেমী বলেন, এলাকার মানুষকে আর নৌকায় পারাপার হতে হবে না। যেকোনো মূল্যে ব্রিজ নির্মাণ করানো হবে। পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ সুবিধা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং মাদক-দুর্নীতি দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।