আওয়ার টাইমস নিউজ।
আজ ঐতিহাসিক ৫ আগস্ট, (৩৬‘জুলাই) গণঅভ্যুত্থান দিবস। গত বছরের এই দিনে তীব্র ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এর মধ্য দিয়ে সাড়ে ১৫ বছরের একনায়কতান্ত্রিক শাসনের অবসান ঘটে।
এই ঐতিহাসিক দিনটি উদযাপন করছে অন্তর্বর্তীকালীন সরকার। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস, তুলে ধরবেন ‘জুলাই ঘোষণাপত্র’।
গত বছরের এই দিনে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিতে লাখো মানুষ ঢাকায় প্রবেশ করে। কঠোর কারফিউ ও সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে গণভবন ঘিরে ফেলেন তারা। বিকেলে জানা যায়, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। সঙ্গে সঙ্গে জনতা আনন্দে ফেটে পড়ে, ঢুকে পড়ে গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদে।
এরপরই সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে ভাষণ দিয়ে হাসিনার পদত্যাগের ঘোষণা দেন। দ্রুত গঠিত হয় অন্তর্বর্তী সরকার, যার প্রধান হন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস।
এই আন্দোলনে প্রাণ হারান দেড় হাজারের বেশি মানুষ, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। আবু সাঈদের মৃত্যুর ঘটনাটি আন্দোলনে মোড় ঘুরিয়ে দেয়। রংপুর, চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন জেলায় পুলিশ ও সরকার দলীয় ক্যাডারদের হামলায় অনেকেই নিহত হন।
আজকের দিনটিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশজুড়ে রাজনৈতিক দল ও সংগঠনগুলো নানা কর্মসূচি গ্রহণ করেছে। সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।
‘জেনারেশন জি’ নামে পরিচিত নতুন প্রজন্মের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছিল, তা আজ ইতিহাসের অংশ।