
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে আবারও সমন্বয় করা হলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে, যা আজ রোববার (৩১ আগস্ট) থেকে কার্যকর হবে।
নতুন ঘোষণায় ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির (১১.৬৬৪ গ্রাম) দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা। আগে এই দামের পরিমাণ ছিল ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা। অর্থাৎ ভরিতে বেড়েছে ১ হাজার ৬৬৭ টাকা।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং স্থানীয় চাহিদা–সরবরাহ বিবেচনায় এ সমন্বয় আনা হয়েছে।
নতুন দামের তালিকা (প্রতি ভরি)
২২ ক্যারেট স্বর্ণ: ১,৭৪,৩১৮ টাকা
২১ ক্যারেট স্বর্ণ: ১,৬৬,৩৯৯ টাকা
১৮ ক্যারেট স্বর্ণ: ১,৪২,৬২৭ টাকা
সনাতনী পদ্ধতির স্বর্ণ: ১,১৮,০২৮ টাকা
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বর্ণ বিক্রয়ের সময় প্রতি ভরিতে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস ঘোষিত ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পার্থক্য হতে পারে।
এর আগে সর্বশেষ ২৬ আগস্ট দাম সমন্বয় করা হয়েছিল। তখন ভরিতে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা।




























