আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত শনিবার (২০ সেপ্টেম্বর) আগের দামের তুলনায় প্রতি ভরি ১ হাজার ১৫৫ টাকা বৃদ্ধি করেছে।
নতুন দর অনুযায়ী:
২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরিতে ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা
২১ ক্যারেটের প্রতি ভরিতে ১ লাখ ৮০ হাজার ৬৯৯ টাকা
১৮ ক্যারেটের প্রতি ভরিতে ১ লাখ ৫৪ হাজার ৮৮৬ টাকা
সনাতন পদ্ধতির প্রতি ভরিতে ১ লাখ ২৮ হাজার ৪৭৯ টাকা
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে।
এর আগে ১৭ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। চলতি বছর দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৫৫ বার সমন্বয় করা হয়েছে, যেখানে ৩৮ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৭ বার কমানো হয়েছে।