
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বুধবার রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। মঙ্গলবার তারা এক বিজ্ঞপ্তিতে জানান, হরিপুর ভালভ স্টেশন মডিফিকেশন এবং তাদের সঞ্চালন লাইন সংযুক্তির কাজ নেওয়া হবে।
নির্ধারিত সময় হচ্ছে বুধবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত। এর ফলে নিম্নলিখিত এলাকা ও সংলগ্ন স্থানে গ্যাস দেওয়া বন্ধ থাকবে।
ইজিসিবি-৪১২ মেগাওয়াট, ইজিসিবি-৩৩৫ মেগাওয়াট ও ইজিসিবি ২×১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র
সিটি ইকোনমিক জোন
রহিম এনার্জি লিমিটেড
কাঁচপুর, যাত্রামুড়া, মদনপুর, বন্দর, রূপগঞ্জ
কাঞ্চন, মুড়াপাড়া, ভূলতা, আধুরিয়া
আড়াইহাজার
শ্যামপুর বিসিক এলাকা ও শীতলক্ষ্যা নদীর পশ্চিম নারায়ণগঞ্জের সব শ্রেণির গ্রাহক
তিতাস গ্যাস আরও জানিয়েছে, নির্ধারিত সময়সীমার আগে কাজ সমাপ্ত হলে দ্রুত গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে। এছাড়া এই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসচাপ কম হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রাহকরা এই সময় যেকোনো জরুরি পরিস্থিতিতে কল সেন্টার নম্বর ১৬৪৯৬-এ যোগাযোগ করতে পারবেন।




























