আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় টানা তিন দিন প্রতিদিন প্রায় সাত ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
শনিবার (১৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, সাময়িক এই ভোগান্তির বিনিময়ে ভবিষ্যতে আরও স্থিতিশীল, নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই তাদের লক্ষ্য। এ কারণে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত নির্ধারিত সময়সূচি অনুযায়ী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ বন্ধ রাখা হবে।
যেদিন যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
১৮ জানুয়ারি (রোববার):
সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অক্সিজেন, শীতল ঝর্ণা আবাসিক এলাকা, গোলবাগ আবাসিক এলাকা, নয়ারহাট, চালিতাতলী, বদির কলঘর, খন্দকারপাড়া, বক্সুনগর, পাঠানপাড়া, হাজীপাড়া, বনানী আবাসিক এলাকা, শহীদনগর, রূপনগর আবাসিক এলাকা, মদুনাঘাট বাজার, গ্রিন কলোনি রোড, চিনারপোল, রহমানিয়া সেতু ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১৯ জানুয়ারি (সোমবার):
সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বায়েজিদ এলাকা, ক্লিপটন ও রেনেস্কো গার্মেন্টস, খন্দকিয়া বাজার, শেরশাহ কলোনি, পাহাড়িকা ও সমবায় আবাসিক এলাকা, মোহাম্মদ নগর, শান্তি নগর, কুয়াইশ, নজুমিয়া হাট, বুড়িশ্চর, আজিজিয়া মাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না।
২০ জানুয়ারি (মঙ্গলবার):
সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত গাউসিয়া ও গ্রীনভিউ আবাসিক এলাকা, সামারহিল, মৌমিনবাগ, হামজারবাগ, কুলগাঁও, বালুছড়া, কুয়াইশ কলেজ এলাকা, ষোল পোল, মদুনাঘাট বাজার, সংগীত সিনেমা রোড, ব্রাহ্মণহাট ও সংলগ্ন এলাকাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে নির্ধারিত সময়ের বাইরে বিকল্প প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কাজ শেষ হলে বিদ্যুৎ পরিস্থিতি আগের চেয়ে উন্নত হবে বলেও আশ্বাস দিয়েছে সংস্থাটি।