
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: আজ মিরপুরে ইতিহাসের হাতছানি বাংলাদেশের সামনে। পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করতে পারলেই নতুন রেকর্ডের চক্রপূরণ হবে টাইগারদের।
এর আগেও পাকিস্তানকে ২০১৫ সালে ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। গেল বছর টেস্টেও পাকিস্তানকে তাদের মাঠে ২-০ তে ধবলধোলাই করেছিল শান্তর দল। এবার সুযোগ টি-টোয়েন্টিতে, হোয়াইটওয়াশের হ্যাটট্রিক!
প্রথম ম্যাচে পাকিস্তান ১০৯ রানে থামেছিল, দ্বিতীয় ম্যাচে ১২৫ রানে অলআউট হয়ে হেরেছে মাত্র আট রানে। আজ জিততে পারলেই প্রতিশোধের পূর্ণতা পাবে বাংলাদেশ, কারণ সর্বশেষ পাকিস্তান সফরে তিন ম্যাচে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররাই।
মিরপুরের মন্থর উইকেটে কীভাবে খেলতে হয় তা ভালো জানে মোস্তাফিজ-জাকেররা। দ্বিতীয় ম্যাচের নায়ক জাকের আলীও বললেন, ‘লক্ষ্য একটাই, হোয়াইটওয়াশ! প্রথম দুই ম্যাচের প্রক্রিয়া ঠিক রাখলে শেষ ম্যাচটিও জিততে পারি।’
পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজাও সমালোচনা করেছেন দলের বাজে পারফর্মেন্স নিয়ে। তার কথায়, ‘বাংলাদেশ দেখিয়ে দিচ্ছে কিভাবে কঠিন উইকেটে খেলা যায়। পাকিস্তানের উচিত শেখা।’
সন্ধ্যা ছয়টায় মিরপুরের মঞ্চে শেষ লড়াই, জয়ই হোক ইতিহাস!





























