
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: আজ ৯ ডিসেম্বর ‘বেগম রোকেয়া দিবস’। খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী একসাথেই আজ। ১৮৮০ সালের এই দিনে রংপুরের পায়রাবন্দে জন্ম নেন তিনি এবং ১৯৩২ সালের এই দিনেই মৃত্যুবরণ করেন।
প্রতিবছরের মতো এবারও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। নারীশিক্ষা, অধিকার ও জাগরণে তাঁর অবদান স্মরণে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
৪ বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান
এ বছর জাতীয় জীবনে অবদান রাখায় চারজন নারীকে বেগম রোকেয়া পদক ২০২৫ প্রদান করা হবে।
রাজধানীর ওসমানী মিলনায়তনে সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং পদক প্রদান করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ।
বেগম রোকেয়া পদকপ্রাপ্তরা ২০২৫
রুভানা রাকিব – নারী শিক্ষা (গবেষণা)
কল্পনা আক্তার – নারী অধিকার (শ্রম অধিকার)
নাবিলা ইদ্রিস – মানবাধিকার
ঋতুপর্ণা চাকমা – নারী জাগরণ (ক্রীড়া)
জাতীয় পুরস্কার–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এই চারজনের নাম চূড়ান্ত করে। নারীশিক্ষা, অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে অসাধারণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাদের পদক প্রদান করা হবে।
এদিকে, নারী শিক্ষার প্রসারে রোকেয়ার যুগান্তকারী অবদান স্মরণ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দিবসটি উপলক্ষে বিশেষ বাণী দিয়েছেন।




























