
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন জেলার একাধিক এলাকায় শনিবার (৮ নভেম্বর) দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এবং পিডিবি কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট অঞ্চলে সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
শুক্রবার এক বিবৃতিতে নেসকো জানায়, রংপুরের বেশ কয়েকটি অঞ্চলে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে মাস্টারপাড়া, আদর্শপাড়া ঈদগাহ মাঠ, কামারপাড়া, গুপ্তপাড়া, ঝন্টুর মোড়, ফায়ার সার্ভিস মোড়, শালবন, ইন্দ্ররা মোড়সহ আশপাশের এলাকাগুলোতে অস্থায়ীভাবে বিদ্যুৎ বন্ধ থাকবে।
এদিকে, একই দিনে জয়পুরহাটে ট্রান্সমিশন লাইনের নিকটবর্তী গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ করা হবে। এ কারণে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গুলশান মোড়, বিএডিসি মোড়, স্টেডিয়াম রোড, বারিধারা, সুগারমিল রোড, শান্তিনগর, হিলি রোডসহ বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে।
বগুড়ায়ও শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্দিষ্ট কিছু এলাকা বিদ্যুৎহীন থাকবে বলে জানিয়েছে নেসকো। এতে ছিলিমপুর, মেডিকেল রোড, মালগ্রাম দক্ষিণপাড়া, ফুলতলা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্নতার আওতায় পড়বে।
অন্যদিকে, সিলেট শহরের শিবগঞ্জ ও রাজবাড়ী ১১ কেভি ফিডারের আওতাধীন এলাকাগুলোতেও শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পিডিবি। এতে শিবগঞ্জ বাজার, টাইম স্কয়ার এলাকা, বসুন্ধরা, রায়নগর, ঝর্ণারপাড়, মনিরের দোকানসহ পাশ্ববর্তী এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এলাকাবাসীকে আহ্বান জানিয়েছে এবং সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।




























