আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আজ রবিবার রাত আকাশে দেখা যাবে বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্ত থেকে এই দৃশ্য পর্যবেক্ষণ করা সম্ভব হবে, যদি আকাশ মেঘমুক্ত থাকে।
বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে গ্রহণ শুরু হবে। ধাপে ধাপে এটি পূর্ণগ্রাস আকার নেবে এবং চলবে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত। পুরো গ্রহণ স্থায়ী হবে প্রায় ৭ ঘণ্টা ২৭ মিনিট।
আন্তর্জাতিক মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা পর্যন্ত পূর্ণগ্রাস অবস্থায় দেখা যাবে এই গ্রহণ। বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকেও চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করা যাবে।
তবে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার অধিকাংশ অঞ্চল ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে এটি দৃশ্যমান হবে না।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সহজে দেখা যায় না। তাই আজকের রাত আকাশপ্রেমীদের জন্য একটি দারুণ সুযোগ হয়ে উঠতে পারে।