
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আকাশে আবারও মহাজাগতিক সৌন্দর্যের এক অপূর্ব প্রদর্শনী অপেক্ষা করছে। আজ রাতে দেখা মিলতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় এবং উজ্জ্বল পূর্ণিমা সুপারমুন। এই বিশেষ রাত চাঁদপ্রেমী এবং জ্যোতির্বিজ্ঞান অনুরাগীদের জন্য এক অনন্য উপলক্ষ। চলতি বছর তিনটি ধারাবাহিক সুপারমুনের মধ্যে দ্বিতীয়টি আজ আকাশে ঝলমল করবে।
সাধারণ পূর্ণিমার তুলনায় আজকের চাঁদকে অনেক বড়, গোল এবং উজ্জ্বল দেখাবে। কারণ পূর্ণিমার চাঁদ আজ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি কক্ষপথে পৌঁছাবে, যা জ্যোতির্বিজ্ঞানের ভাষায় পেরিজি নামে পরিচিত। এই অবস্থায় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় ২ লাখ ২০ হাজার মাইল। ফলে চাঁদের আলো এবং আকার দুটোই আরও প্রখর এবং মনোমুগ্ধকর হয়ে ওঠে।
নভেম্বরের এই সুপারমুনকে বিশেষভাবে বলা হয় ‘বিভার মুন’। উত্তর আমেরিকার আদিবাসী ও প্রাচীন ইউরোপীয় সংস্কৃতিতে নভেম্বর মাসে বিভাররা শীতের আগে বাঁধ তৈরি ও খাদ্য সংগ্রহে ব্যস্ত থাকায় এই নাম প্রথাগতভাবে ব্যবহার হয়ে আসছে। পূর্ণিমা এবং প্রকৃতির এই মিলন মানুষের লোককাহিনী ও সাংস্কৃতিক ইতিহাসেও বিশেষ স্থান দখল করে আছে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, আবহাওয়া যদি পরিষ্কার থাকে, তবে খোলা আকাশে সুপারমুনের দৃশ্য স্পষ্টভাবে দেখা যাবে। শহরের আলোকদূষণ থেকে দূরে খোলা মাঠ, পার্ক বা ছাদই হবে এই অসাধারণ দৃশ্য উপভোগের আদর্শ স্থান। আজ রাতের চাঁদ শুধু উজ্জ্বল হবে না, বরং পৃথিবীর রাতকে আরও মুগ্ধকর ও রহস্যময় করে তুলবে।
বিজ্ঞপ্তি অনুসারে, এই বছরের শেষ সুপারমুন দেখা যাবে ৪ ডিসেম্বর।
সূত্র: দ্য গার্ডিয়ান




























