
আওয়ার টাইমস নিউজ:
স্টাফ রিপোর্টার: সারা দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) পূর্ণদিবসের ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন প্রকৌশল অধিকার আন্দোলনের নেতারা।
শাহবাগে উত্তেজনা ও পুলিশের সাথে সংঘর্ষ
বুধবার দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে অগ্রসর হতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেয়। এ সময় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ আহত হন। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, পুলিশের আট সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রকৌশল অধিকার আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। দাবিগুলো হলো-
ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে “প্রকৌশলী” উপাধি ব্যবহার বন্ধ করা।
নবম গ্রেডে তাদের পদোন্নতি রোধ
দশম গ্রেডের প্রবেশপদ কেবলমাত্র স্নাতক প্রকৌশলীদের জন্য সংরক্ষণ
শিক্ষার্থীরা আরও জানান, জনদুর্ভোগের কথা বিবেচনা করে মাঠ পর্যায়ের আন্দোলন আপাতত স্থগিত রেখে আজ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সে সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভা করবেন তারা।
অন্যদিকে ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরাও রাজধানীতে সাত দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেন। তবে কাকরাইলে পুলিশের বাধায় ২৩ জন শিক্ষার্থীকে আটক করা হয়।
এ ঘটনায় সরকার ইতোমধ্যেই বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবির যৌক্তিকতা যাচাই এবং সুপারিশ প্রদানের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। তবে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা এই কমিটি প্রত্যাখ্যান করেছেন।
বুধবার সন্ধ্যায় সরকারের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। আজ বৃহস্পতিবার পুনরায় বৈঠক হওয়ার কথা রয়েছে।
রাতে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে বুয়েটের ভিসি ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা অগ্রহণযোগ্য। একই সঙ্গে তিনি যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
cgt































