আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: আজ রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মুসলিমরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ইন্তেকালের পুণ্যময় দিন উদযাপন করছে। ৫৭০ খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন তিনি এবং ৬৩ বছর বয়সে একই দিনে দুনিয়া ত্যাগ করেন।
মহানবীর আগের আরব সমাজ ছিল অরাজক ও অনৈতিক কর্মকাণ্ডে পূর্ণ। মানুষ আল্লাহর নির্দেশ ভুলে গিয়ে নানা অনৈতিক কাজে লিপ্ত ছিল। সেই সময়কে বলা হতো ‘আইয়ামে জাহেলিয়াত’। মানবজাতিকে এই অন্ধকার থেকে আলোকিত করতে মহান আল্লাহ রাসুলুল্লাহ (সা.)-কে দুনিয়ায় প্রেরণ করেন।
মহানবী (সা.) ছোটবেলা থেকেই আল্লাহর প্রতি গভীর অনুরাগ অনুভব করতেন এবং প্রায়ই হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। ২৫ বছর বয়সে তিনি বিবি খাদিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ কার্যক্রম নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।
সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো জাতীয় পতাকা উত্তোলন করেছে। রাজধানীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় কালিমা তাইয়্যেবা লেখা ব্যানার ও পতাকা দিয়ে সাজানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন ১৫ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মূল কেন্দ্র থেকে কিরাত ও নাত প্রতিযোগিতা, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরবি খুতবা লেখা প্রতিযোগিতা, সেমিনার ও বিশেষ স্মারক প্রকাশ করা হচ্ছে। ১২ রবিউল আউয়াল থেকে দুই সপ্তাহব্যাপী ইসলামী বইমেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ টেলিভিশন, বেতার ও অন্যান্য মিডিয়া অনুষ্ঠান সম্প্রচার করছে। বিশ্ববিদ্যালয়, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ধর্মীয় সংগঠনগুলো আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। শিশুদের জন্য বাংলাদেশ শিশু একাডেমি নাত পাঠ, প্রবন্ধ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করেছে।
দেশের সব সামরিক ও বেসামরিক হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু নিবাস এবং বৃদ্ধাশ্রমে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। দেশের বাইরে বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটগুলোও যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালন করছে।
এই আয়োজনের মাধ্যমে মহানবী (সা.)-এর জীবন ও শিক্ষা, ইসলামের শান্তি, সহনশীলতা, ভ্রাতৃত্ব, মানবাধিকার এবং নারী মর্যাদার বার্তা মানুষকে পৌঁছে দেওয়া হবে।