আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘এরিন’ ক্রমেই শক্তি বাড়িয়ে এখন ভয়ংকর ৪ মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসা এই ঝড় বর্তমানে অ্যাঙ্গুইলা দ্বীপ থেকে প্রায় ১২০ মাইল উত্তর-পূর্বে অবস্থান করছে। ঝড়ের কেন্দ্র ঘিরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৩৩ কিলোমিটার বলে জানিয়েছে মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র (NHC)।
শনিবার (১৬ আগস্ট) প্রকাশিত তথ্যে বলা হয়েছে, এরিনের অগ্রভাগ রবিবার (১৭ আগস্ট) থেকে উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ, পুয়ের্তো রিকো, হিস্পানিওলা ও টার্কস এবং কাইকোস দ্বীপপুঞ্জের কিছু অংশে আঘাত হানতে পারে।
আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী সপ্তাহের শুরুতে এর প্রভাব বাহামা ও বারমুডা অতিক্রম করে সরাসরি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে পৌঁছাতে পারে। এদিকে রোববার থেকেই উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোজুড়ে ভারি বর্ষণ ও তীব্র বাতাসের সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এরিনের তীব্রতা অব্যাহত থাকলে উপকূলীয় অঞ্চলে ভয়াবহ জলোচ্ছ্বাস ও বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় জরুরি প্রস্তুতি শুরু হয়েছে।