আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় সেনাবাহিনীর ১৫ কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার–এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
অভিযুক্তদের তালিকা
যাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, তারা হলেন—
র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম,
ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার,
ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান,
ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম,
ব্রিগেডিয়ার কে. এম. আজাদ,
কর্নেল আবদুল্লাহ আল মোমেন,
কর্নেল আনোয়ার লতিফ খান (বর্তমানে অবসরকালীন ছুটিতে),
র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান,
লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন,
লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম,
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম,
বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত-বিন-আলম,
এছাড়া আরও তিনজন কর্মকর্তার নামও সংশ্লিষ্ট মামলায় অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।
আদালত ও নিরাপত্তা ব্যবস্থা
এর আগে সকাল সোয়া ৭টার দিকে কড়া নিরাপত্তাবেষ্টিত প্রিজনভ্যানে করে অভিযুক্ত কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল সাড়ে ৭টায় তাদের ট্রাইব্যুনালের হাজতখানায় নিয়ে যায় পুলিশ।
জানা গেছে, অভিযুক্তদের মধ্যে ১৪ জন বর্তমানে কর্মরত এবং একজন অবসরকালীন ছুটিতে রয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দীর্ঘদিন ধরে ২০১৩–২০২১ সময়কালের বিভিন্ন ঘটনায় মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত অভিযোগ তদন্ত করে আসছে। সাম্প্রতিক এই মামলাগুলো সেই প্রক্রিয়ারই অংশ বলে জানা গেছে।