
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: রুপালি পর্দায় কঠিন খলনায়ক হিসেবে পরিচিত হলেও বাস্তব জীবনে সম্পূর্ণ বিপরীত চরিত্রের মানুষ মিশা সওদাগর। ধর্মীয় চর্চা, বিনয় আর মানবিক বার্তার জন্য ভক্তদের হৃদয়ে এক ভিন্ন জায়গা করে নিয়েছেন তিনি।
সোমবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি শেয়ার করেন এই অভিনেতা। ছবিতে দেখা যায়— নাতি রাফসানের পাশে বসে সামনে খোলা একটি আরবি বই। অনেকেই প্রথমে ভেবেছিলেন, মিশা সওদাগর নাতিকে আরবি পড়াচ্ছেন। কিন্তু আসল ঘটনা ঠিক উল্টো।
ছবির ক্যাপশনে মিশা লেখেন, “চোখ যা দেখে, সব সময় সেটাই সত্য নয়। সবাই ভাবছেন আমি আমার নাতি রাফসানকে আরবি পড়াচ্ছি। কিন্তু বাস্তবে আমার নাতিই আমাকে কায়দা পড়াচ্ছে! এটা একদম সত্যি ঘটনা। কুরআনুল কারিম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে সহায়তা করুন।”
এই সংবেদনশীল বার্তাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় অনলাইনে। অসংখ্য ভক্ত ও অনুসারী মিশার বিনয়ী আচরণ ও ধর্মীয় মনোভাবের প্রশংসায় ভরিয়ে দেন কমেন্ট বক্স। কেউ লেখেন, “এটাই আসল শিক্ষা,” আবার কেউ বলেন, “মিশা ভাই শুধু পর্দার নায়ক নন, বাস্তব জীবনেও অনুপ্রেরণা।”
ধর্মীয় ও নৈতিক বার্তা ছড়িয়ে দিতে নিয়মিতই এমন পোস্ট শেয়ার করেন মিশা সওদাগর। বর্তমানে তিনি একাধিক চলচ্চিত্রের কাজে ব্যস্ত রয়েছেন, যেখানে পর্দায় খলনায়ক হলেও বাস্তবে হয়ে উঠেছেন মানবিকতার প্রতীক।






























