আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শুধু দেশ নয়, নীরব হয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনও। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো।
আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক ব্যতিক্রমী অবস্থান তৈরি করেছিলেন। তিনবার সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা এই নেত্রীর মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের সমাপ্তি ঘটেছে বলে মন্তব্য করেছে একাধিক আন্তর্জাতিক মিডিয়া।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তাসংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন খালেদা জিয়া। শেষ সময়ে তাকে লাইফ সাপোর্টে রাখা হলেও বয়স ও শারীরিক জটিলতার কারণে চিকিৎসায় কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায়নি। প্রতিবেদনে তাকে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে বর্ণনা করা হয়েছে।
মার্কিন সংবাদ সংস্থা এপি জানিয়েছে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, মামলা ও কারাবাসের মধ্য দিয়েও খালেদা জিয়া দীর্ঘ সময় দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করে গেছেন। তার দল বিএনপি সবসময় এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছিল, এ বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রয়টার্স ও আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, ক্ষমতার বাইরে থেকেও খালেদা জিয়া ও তার দল দেশের রাজনীতিতে শক্ত অবস্থান ধরে রেখেছিল। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যখন রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত, ঠিক তখনই তার মৃত্যু নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের শুরু থেকে রাষ্ট্রক্ষমতায় আসা পর্যন্ত সময়কে গুরুত্ব দিয়ে তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়, ১৯৯১ সালে জনগণের প্রত্যক্ষ ভোটে ক্ষমতায় এসে তিনি সংসদীয় সরকার ব্যবস্থা ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ সংস্কারে ভূমিকা রাখেন।
চীন, পাকিস্তানসহ বিভিন্ন দেশের সংবাদমাধ্যম ও কূটনৈতিক মহলও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। অনেক প্রতিবেদনে তাকে 'বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রভাবশালী নারী নেতৃত্ব' হিসেবে উল্লেখ করা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সামগ্রিক বিশ্লেষণে একটি বিষয়ই স্পষ্ট, বেগম খালেদা জিয়ার মৃত্যু কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীর ইন্তেকাল নয়, বরং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলা একটি শক্তিশালী অধ্যায়ের সমাপ্তি।
সূত্র: BBC, Reuters, AP, Al Jazeera, NDTV