
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তীব্র বিরোধিতা করেছেন। তার দাবি, সংস্কার ও নতুন সংবিধান ছাড়া এই নির্বাচন হলে অন্তর্বর্তী সরকারকে গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের মায়েদের বুকে তাঁদের সন্তানদের ফেরত দিতে হবে।
মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুব শক্তি আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হলে শহীদদের রক্ত বৃথা যাবে। যদি নির্বাচন হয়, তবে যারা শহীদ হয়েছেন তাদের লাশ ফেরত দিতে হবে এই সরকারকে।”
তিনি অভিযোগ করেন, একই ‘ফ্যাসিবাদী’ সংবিধান ও রাজনৈতিক ব্যবস্থায় নির্বাচন আয়োজন হচ্ছে। প্রশ্ন রেখে তিনি বলেন, “তাহলে এত মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কী ছিল? এত মানুষ আহত হওয়ার প্রয়োজন কী ছিল?” সংস্কার ছাড়া নির্বাচন হলে গণ-অভ্যুত্থানে যারা হাত হারিয়েছেন, সরকারকে সেই হাত ফিরিয়ে দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী আবেগঘন কণ্ঠে বলেন, “অনেক মা সন্তান হারিয়েছেন, অনেক শিশু বাবাহারা হয়েছে। তারা শুধু একটি সুন্দর বাংলাদেশ দেখতে চান, যেখানে কেউ আর খুন হবে না।”
গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের চরিত্র হননের অভিযোগ তুলে তিনি বলেন, “নেতাদের নিয়ে মিথ্যা প্রচারণা ও অপপ্রচার চালানো হচ্ছে। এসব বন্ধ করতে হবে।” তিনি গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সমালোচনা করে বলেন, “তারা জনতার টাকায় চলে, কিন্তু কোনো জবাবদিহি নেই। ভীতি প্রদর্শন ও ‘আয়নাঘরে’ নেয়ার হুমকি তাদের কাজ। আয়নাঘর আমরা ভেঙে দিয়েছি, প্রয়োজনে হেডকোয়ার্টারও ভেঙে দেব।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি ডিজিএফআই থাকতে হয় তবে সংস্কার করতে হবে। তা না হলে জনগণের ক্ষোভের মুখে পড়তে হবে। মৃত্যু মেনে নিয়েছি, যতবার মারবেন, ততবার আমরা পুনর্জন্ম নেব।”
গত বছরের গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করে তিনি বলেন, ৫ তারিখে ছাত্রদের নেতৃত্বে গণভবনের পতন ঘটেছিল। এখনো একটি ‘ফ্যাসিবাদের কারখানা’ হিসেবে বঙ্গভবন রয়ে গেছে। তিনি ঘোষণা দেন, “বঙ্গভবনের পতনও জনগণের হাত ধরেই হবে।”




























