
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বাহাত্তরের সংবিধান একটি দলের স্বার্থে তৈরি হয়েছিল, যা আর বাংলাদেশে রাখতে চান না তারা। নতুন সংবিধানের দাবিতে রোববার (৩ আগস্ট) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে এ ঘোষণা দেন তিনি।
সারজিস আলম বলেন, “২৩ বছর পাকিস্তান শাসনে থেকেও অধিকার পাইনি, আর স্বাধীনতার ৫৪ বছরেও জনগণ ন্যায্য অধিকার পায়নি। এক বছর আগে এই শহীদ মিনারে আমরা সমাবেশ করেছিলাম, সেদিন হাসিনার পতনের ডাক এসেছিল। এক বছর পেরিয়ে গেলেও অধিকার মিলল না।”
তিনি আরও বলেন, “যারা এক বছর আগে এই মঞ্চে ছিলেন, তাদের অনেকে আজ শহীদ হয়েছেন। আমরা তাদের হত্যার বিচার চাইতে এসেছি। শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের চিকিৎসা এবং মৌলিক সংস্কারের নিশ্চয়তা আমরা সরকারের কাছে চাই।”
এনসিপির এই নেতা বিডিআর হত্যাকাণ্ড ও ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনারও বিচার দাবি করেন। তিনি বলেন, “এই বাংলাদেশে জঙ্গিবাদ মেনে নেব না, আবার জঙ্গি নাটকও মেনে নেব না। সিভিল সোসাইটি নামের কোনো দালালকে আর মেনে নেওয়া হবে না।”




























