আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ডমার্শাল আসিম মুনির ফ্লোরিডার টাম্পায় এক অনুষ্ঠানে ভারতকে তীব্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত যদি সিন্ধু নদীতে বাঁধ নির্মাণ শেষ করে, তখন পাকিস্তান ১০টি মিসাইল মেরে সেটি ধ্বংস করে দেবে। তিনি আরও বলেন, “সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয় এবং আমাদের মিসাইলের কোনো অভাব নেই।”
আসিম মুনির বলেন, পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে দেশটি শুধু নিজেই নয়, বিশ্বের অর্ধেককেও সঙ্গে নিয়ে ধ্বংস হবে। তার এই বক্তব্য পারমাণবিক যুদ্ধের ইঙ্গিত বহন করছে।
চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে চারদিনের সংঘাতের পর ভারত সিন্ধু নদ চুক্তি বাতিল করে। 이에 পাকিস্তান দৃঢ় প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং আসিম মুনিরের এই হুঁশিয়ারি নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।
১৯৬০ সালে বিশ্বব্যাংকের সহায়তায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ চুক্তি স্বাক্ষরিত হয়, যা সিন্ধুর অববাহিকা থেকে আসা তিনটি নদীর পানি পাকিস্তানকে সরবরাহের নিশ্চয়তা দেয়।
সূত্র:ডন নিউজ