আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্য সরকার অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে একটি বিশেষ চার্টার ফ্লাইট HFM851 পাকিস্তানের ইসলামাবাদ হয়ে শুক্রবার (২৯ আগস্ট) ঢাকায় এসে পৌঁছায়।
এই বিশেষ ফ্লাইট স্থানীয় সময় রাত ৯টায় ছাড়ে এবং শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করে। অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ হাইকমিশনের কনসুলার শাখা ট্রাভেল পারমিট ইস্যু করেছিল। ফিরিয়ে আনা ব্যক্তিদের মধ্যে কেউ বৈধ পাসপোর্টধারী হলেও মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল, আবার কেউ কোনো বৈধ নথি ছাড়াই অবস্থান করছিলেন।
ফেরত পাঠানোদের মধ্যে নারী-পুরুষ উভয়ই আছেন। তারা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী এবং ঢাকার বিভিন্ন জেলার বাসিন্দা। তালিকা পর্যালোচনায় দেখা যায়, মোট ১৫ জনের মধ্যে ৬ জনের কোনো পেশা উল্লেখ নেই। বাকিদের মধ্যে কেউ রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করতেন, আবার কেউ শিক্ষার্থী ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অনেক অভিবাসী ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাজ্যে অবস্থান করে থাকেন। ব্রিটিশ কর্তৃপক্ষ তাদের অভিবাসন আইন কঠোরভাবে কার্যকর করছে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় ফেরত পাঠানোর এই প্রক্রিয়া সম্পন্ন করছে।