আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, বিএনপি সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির দায়ে ১০ হাজার নেতাকর্মী বহিষ্কার করেছে। এর মাধ্যমে তারা নিজেরাই স্বীকার করেছে যে দলের সর্বস্তরে চাঁদাবাজ ও সন্ত্রাসী আছে। তারপরও দলটি সংশোধন হয়নি। যারা নিজেদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না তারা কিভাবে দেশ নিয়ন্ত্রণ করবে—এ প্রশ্ন রাখেন তিনি।
আজ শুক্রবার বিকাল ৩টায় চাষাড়া শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণসমাবেশে পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, খুনিদের বিচার এবং মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবি জানানো হয়।
গাজী আতাউর রহমান বলেন,
“৭২’র সংবিধান আমাদের মুক্তি দিতে পারেনি। যদি সংস্কার করতে হয় তাহলে মূল সংস্কার হলো নির্বাচনী সংস্কার। শুধু একটি নির্বাচনের জন্য জুলাই-আগস্টে রক্ত ঝরেনি; আদর্শিক পরিবর্তন প্রয়োজন। বর্তমানে ইসলামপন্থীরাই দেশের প্রধান রাজনৈতিক শক্তি।”
তিনি আরও বলেন,
“বিগত দিনে শেখ হাসিনা ইসলামপন্থীদের কটূক্তি করেছে, এখন বিএনপিও মৌলবাদ, জঙ্গিবাদ বলে মিথ্যা আখ্যা দিচ্ছে। তারা বলে আমাদের আফগানিস্তান বা পাকিস্তান পাঠাবে। আমরা দেশ ছেড়ে যাব না। দেশকে ভালোবাসি, দেশেই থাকব। বরং যারা ভারতের দালাল তাদেরই পালিয়ে যাওয়া প্রমাণ করেছে—তাদের দেশপ্রেম নেই।”
সমাবেশে প্রধান বক্তা হিসেবে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলাওয়ার হোসাইন সাকী বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতি বা প্রতিহিংসার রাজনীতি করে না। তিনি বলেন,
“আমাদের রাজনীতি আদর্শভিত্তিক। আমরা ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ দিতে চাই। এখানে চাঁদাবাজির স্থান নেই। শুধু এমপি হওয়ার জন্য আন্দোলন করলে বহুবার প্রস্তাব আসত, কিন্তু আমরা আদর্শ বিসর্জন দিইনি।”
সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন,
“অনেকে বলে পিআর খায় না মাথায় দেয়। আমরা স্পষ্টভাবে বলছি, পিআর এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে। পিআরের বিরুদ্ধে গেলে জনগণ মেনে নেবে না। যারা ১৬ বছর মানুষ হত্যা, গুম করেছে এবং ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।”
তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে তাকে হাতপাখা প্রতীকের প্রার্থী করা হয়েছে। মাসুম বিল্লাহ বলেন,
“আমি এমপি হতে চাই না; জনগণের খাদেম হতে চাই। আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে তাদের প্রয়োজন পূরণ করব ইনশাআল্লাহ। আমাদের সবার দাবি, মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন মুফতি মাসুম বিল্লাহ এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক আলহাজ্ব হারুনুর রশিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, মহানগর সহ-সভাপতি নুর হোসেন, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, দাওয়াহ সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক ইসমাইল প্রমুখ নেতৃবৃন্দ।