আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় প্রথমবারের মতো দেশের বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম-খতিবদের নিয়ে বৃহৎ পরিসরে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল ২৩ নভেম্বর সকাল ৯টায় রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আয়োজন শুরু হবে।
সম্মেলনের লক্ষ্য হলো ইমাম-খতিবদের ধর্মীয় দায়িত্ব স্বাধীনভাবে পালন, তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, রাষ্ট্রীয়ভাবে সম্পৃক্তকরণ এবং খতীব সমাজের ১০ দফা দাবির বাস্তবায়ন।
এ উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মিলনায়তনে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী সভাপতিত্বে এবং সদস্য সচিব মুফতি আজহারুল ইসলামসহ অন্যান্য কমিটি সদস্যদের নেতৃত্বে আগামী সম্মেলনের কর্মসূচি ঘোষণা করা হয়।
সভায় দেশের শীর্ষ আলেম ও খতিববৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে notable ছিলেন হাটহাজারী মাদরাসার মুহতামিম মুফতি খলিল আহমদ কুরাইশী, মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক, হেফাজতের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক প্রমুখ।
সভায় ইমাম-খতিবদের সামাজিক নিরাপত্তা, সম্মানজনক ভাতা, ধর্মীয় শিক্ষক নিয়োগে সুযোগ সৃষ্টি এবং মসজিদ পরিচালনার আধুনিক নীতিমালা প্রণয়নসহ গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।
কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল ২৩ নভেম্বর অনুষ্ঠিত এই সম্মেলন ইমাম-খতিব সমাজের জন্য এক ঐতিহাসিক ঘটনা এবং দেশব্যাপী ধর্মীয় নেতৃত্বকে সমন্বিত ও সুসংগঠিত করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হবে।