আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: চট্টগ্রামের সার্কিট হাউসে আয়োজিত ‘জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সংবর্ধনা ও আলোচনা সভায়’ চট্টগ্রামের প সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু দৃঢ় কণ্ঠে বলেন, "আপা আর আসবে না, কাকা আর হাসবে না"। তিনি সতর্ক করে দেন, জুলাই ঐক্য ভাঙার জন্য চলছে নানামুখী ষড়যন্ত্র, বিশেষ করে ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে চালানো সাইবার ওয়ারফেয়ার।
এসপি সানতু শহীদ পরিবার ও আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, “আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, কেউ আপনাদের হারাতে পারবে না। কিন্তু বিভক্ত হলে প্রশাসনের লোকদেরও একই পরিণতি বরণ করতে হবে।”
এসময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, “জুলাই অভ্যুত্থানে পুলিশের ভূমিকা অত্যন্ত দুঃখজনক এবং এটি আমাদের জন্য বড় ব্যর্থতা। কেন এই ব্যর্থতা ঘটলো তা জানতে কমিশন গঠন জরুরি।” তিনি আরও উল্লেখ করেন, ৩ আগস্টের পর অনেক পুলিশ সদস্যই বুঝতে পেরেছিলেন যে, জনগণের পাশে থাকা উচিত ছিল, কিন্তু তৎকালীন নেতৃত্ব সেই বোধ হারিয়ে ফেলেছিল।
ডিআইজি আহসান জোর দিয়ে বলেন, “যেভাবে বিডিআর হত্যাকাণ্ডে কমিশন হয়েছিল, ঠিক সেভাবেই এই ঘটনার কারণ, নেতৃত্বের ব্যর্থতা ও সম্ভাব্য বহিঃশত্রুর সংশ্লিষ্টতা খতিয়ে দেখা প্রয়োজন। আগামী নেতৃত্বের প্রতি অনুরোধ, এ সত্য উদঘাটন করুন।”