
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমানবাহিনীর পরিচালিত এক নিখুঁত হামলায় নিহত হয়েছেন নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর প্রধান নূর ওয়ালি মেসুদ। বৃহস্পতিবার গভীর রাতে কাবুলে তার গাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ হামলায় টিটিপির আরেক নেতা ক্বারী সাইফুল্লাহ মেসুদসহ কয়েকজন সহযোগীও নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে পরপর দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে যুদ্ধবিমান চক্কর দিতে দেখা যায়।
আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে পোস্ট করে বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
পাকিস্তান সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবেই এ বিমান হামলা চালানো হয়।



























