
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের স্পিন বোলদাক শহরে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত এবং ১৭০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছেন।
ঘটনার সময় আফগানিস্তান-পাকিস্তান সীমান্তবর্তী এই শহরে সাধারণ মানুষ ও তাদের বাড়িঘর লক্ষ্যবস্তুতে পরিণত হয়। স্থানীয়রা জানান, হামলায় অনেক বাড়ি ও দোকান ধ্বংস হয়ে গেছে।
এটি ঘটেছে সাম্প্রতিক অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই। ৯ অক্টোবর পাকিস্তানের বিমান বাহিনী কাবুলে তেহরিক-ই-তালেবানের শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদকে হত্যা করার পর সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল। দুই দেশের সেনারা ১৫ অক্টোবর ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা শুক্রবার শেষ হয়।
স্থানীয়রা অভিযোগ করছেন, পাকিস্তানি বাহিনী বেসামরিক মানুষ এবং শিশুদের ওপর হামলা চালিয়েছে। আফগান সীমান্তে চলমান এই সংঘাতের পেছনে পাকিস্তানের তালেবানপন্থি সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান (টিটিপি) ও আফগান সরকারের বিরোধ সম্পর্কিত বিষয় রয়েছে। পাকিস্তান টিটিপিকে সহায়তার জন্য আফগান সরকারের ওপর অভিযোগ আনে, যা কাবুল বরাবর অস্বীকার করছে।
হামলা ও সংঘর্ষের এই ঘটনায় দুই দেশের সীমান্তবর্তী এলাকায় পরিস্থিতি এখন অত্যন্ত উত্তেজনাপূর্ণ।





























