আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: চট্টগ্রামের হাটহাজারীতে আয়োজিত এক ধর্মীয় সমাবেশে আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমালোচনা করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। শুক্রবার সন্ধ্যায় পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শানে রেসালাত সম্মেলন এ তিনি জামায়াত ও তাদের নেতাদের বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য রাখেন।
বাবুনগরী বলেন, “যারা পূজা ও রোজাকে একই বলে, তারা ইসলামের বাইরে অবস্থান করছে। ইসলামকে বিকৃত করে এমন দলকে মুসলিম সমাজ কোনোভাবেই মেনে নিতে পারে না।” তিনি আরও দাবি করেন, জামায়াতে ইসলামী প্রকৃত ইসলামী দল নয়, বরং তারা ভিন্ন মতাদর্শ কায়েমের চেষ্টা করছে।
হেফাজত আমির আগামী জাতীয় নির্বাচনে জামায়াতকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “কুফরি যাতে প্রতিষ্ঠা না পায়, সে জন্য এ ধরনের দলকে ভোট দেওয়া যাবে না।”
সম্মেলনে তিনি মুসলিম উম্মাহকে নবী-রাসুল এবং সাহাবায়ে কেরামের দেখানো পথে চলার আহ্বান জানান। তার ভাষায়, “সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম। তাদের অনুসরণ করলেই দুনিয়া ও আখিরাত সঠিক থাকবে।”
প্রসঙ্গত, এর আগে গত আগস্টেও এক অনুষ্ঠানে জামায়াতকে “ভণ্ড ইসলামী দল” বলে আখ্যায়িত করেছিলেন হেফাজত আমির। তখন তিনি অভিযোগ করেছিলেন, জামায়াত প্রকৃত “মদিনার ইসলাম” নয়, বরং “মওদুদীবাদ” প্রতিষ্ঠা করতে চায়।
হেফাজত আমিরের এই নতুন বক্তব্যে আবারও জামায়াত-হেফাজত সম্পর্ক নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে যোগাযোগ করা হলেও জামায়াতের কোনো নেতার পক্ষ থেকে তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।