আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি: দেশের স্বর্ণ বাজারে নতুন রেকর্ড গড়া দাম নেমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার জানিয়েছে, সম্প্রতি স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে এবং নতুন দাম রোববার (৫ অক্টোবর) থেকে কার্যকর হবে।
নতুন দামের অনুযায়ী:
২২ ক্যারেট স্বর্ণ: ১,৯৭,৫৭৬ টাকা প্রতি ভরি
২১ ক্যারেট স্বর্ণ: ১,৮৮,৫৯৫ টাকা প্রতি ভরি
১৮ ক্যারেট স্বর্ণ: ১,৬১,৬৫১ টাকা প্রতি ভরি
সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,৩৪,২৫৩ টাকা প্রতি ভরি
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) চাহিদা ও মূল্য বৃদ্ধির কারণে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক স্বর্ণমূল্যের ওঠা-নামা এবং স্থানীয় ক্রেতাদের ক্রয়ক্ষমতার পরিবর্তন দাম বৃদ্ধির প্রধান কারণ।
স্বর্ণ ব্যবসায়ীরা জানিয়েছেন, ক্রেতাদের সতর্ক থাকার প্রয়োজন। বাজারে মূল্য বাড়ার সাথে সাথে বিনিয়োগের সময় বিচার-বিবেচনা গুরুত্বপূর্ণ।
নতুন দাম কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণ কেনার আগ্রহও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ২২ ক্যারেটের স্বর্ণ দেশের বাজারে এখন সবচেয়ে বেশি চাহিদা পাচ্ছে।