
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করতে গিয়ে বাংলাদেশের টাইগ্রেসরা হার স্বীকার করেছে। ম্যাচের নির্দিষ্ট সময়টায় বাংলাদেশের দৃষ্টিতে জয় নিকটবর্তী মনে হলেও ভারতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত সবকিছু পরিবর্তন করে। ইংল্যান্ডের ব্যাটার হেদার নাইট দুইবার বেঁচে গিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
মঙ্গলবার (৮ অক্টোবর) গৌহাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৪৯.৪ ওভারে ১৭৮ রানে আউট হয়। জবাবে ইংল্যান্ডের লক্ষ্য শুরুতে অনেক বড় মনে হলেও শেষ পর্যন্ত ৪ উইকেটে তারা জয় নিশ্চিত করে।
ম্যাচের শুরুতে ইংল্যান্ডের হেদার নাইট ক্রিজে এসেছিলেন মাত্র ৬ রানে প্রথম উইকেট হারানোর পর। কিন্তু রানের খাতা খোলার আগেই তাকে ক্যাচ আউট দেওয়া হয় বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও অন-ফিল্ড আম্পায়ারের সহায়তায়। কিন্তু যথেষ্ট প্রমাণ না থাকায় তৃতীয় আম্পায়ার এই সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং নাইট বেঁচে যান।
এরপর ১৩ রানে আবারও নাইটের ক্যাচ ধরা হয়, কিন্তু টিভি আম্পায়ার ভারতের গায়াত্রী ভেনুগোপালান ‘বেশ অস্পষ্ট দৃশ্য’ এবং ‘বল স্পষ্টভাবে দেখা যায়নি’ বলে আউট না দেন। আইসিসি’র নিয়ম অনুযায়ী প্রযুক্তি সঠিক থাকা সত্ত্বেও যদি তৃতীয় আম্পায়ার নিশ্চিত না হন, তবে সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত নয়। তবুও বিতর্কিতভাবে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে নাইট বেঁচে যান এবং অবিশ্বাস্যভাবে ৭৯ রানে অপরাজিত থেকে ইংল্যান্ডকে জয় এনে দেন।
ম্যাচ শেষে হেদার নাইট বলেছেন,
“আজ আমি তিনবার আউট হতে পারতাম। কিছুটা ভাগ্যবান ছিলাম। তবে মনে করি ভাগ্যও কিছুটা আমার পক্ষে ছিল।”
বাংলাদেশ দলের স্পিনার ফাহিমা খাতুন হতাশা প্রকাশ করে বলেন,
“আমরা নিশ্চিত ছিলাম যে আউট। কিন্তু তা না হওয়ায় ম্যাচের ফলাফল ভিন্ন হয়ে গেছে। নাইটের উইকেটটি হারালে হয়তো খেলার পরিস্থিতি ভিন্ন হতো।”
এই ম্যাচে হেদার নাইট ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন, যা বাংলাদেশ দলের জন্য বড় হতাশার মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।



























