
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে আবারও রেকর্ড গড়লো সোনার দাম। ইতিহাসে প্রথমবারের মতো আউন্সপ্রতি সোনার মূল্য ৩ হাজার ৬৮০ ডলার অতিক্রম করেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৩ হাজার ৬৮০ দশমিক ৮০ ডলারে। সেশনের শুরুর দিকে এটি উঠে গিয়েছিল সর্বকালের সর্বোচ্চ ৩ হাজার ৬৮৫ দশমিক ৩৯ ডলারে। একই সময়ে মার্কিন ফিউচার মার্কেটে ডিসেম্বর সরবরাহের জন্য দাম বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৩ হাজার ৭১৯ ডলারে।
বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন ডলার দুর্বল হয়ে পড়া এবং বন্ড ইল্ড কমে যাওয়ার কারণে বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত সম্পদ হিসেবে সোনার দিকে বেশি ঝুঁকছেন। পাশাপাশি মার্কিন ফেডারেল রিজার্ভের আসন্ন বৈঠক ঘিরেও বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, ফেড সুদের হার ২৫ বেসিস-পয়েন্ট কমাতে পারে, যা সোনার দাম বাড়াতে আরও ভূমিকা রাখবে।
চীন সম্প্রতি সোনা আমদানি ও রপ্তানির নীতি শিথিল করতে পারে বলে খবর পাওয়া গেছে। এতে দেশটিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সোনার চাহিদা বাড়বে বলে ধারণা করা হচ্ছে, যা বৈশ্বিক বাজারে মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভার বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৪২ দশমিক ৬২ ডলারে, প্লাটিনামের দাম বেড়ে হয়েছে ১ হাজার ৪০০ দশমিক ৭৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম কিছুটা কমে নেমে এসেছে আউন্সপ্রতি ১ হাজার ১৯৩ দশমিক ২১ ডলারে।
সূত্র: রয়টার্স




























