আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের সঙ্গে শেষ হওয়া ১২ দিনের যুদ্ধে নিজেদের বিজয় ও ভবিষ্যতের প্রস্তুতির কথা তুলে ধরে ফের হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। শুক্রবারের খুতবায় দেশটির বিশিষ্ট ধর্মীয় নেতা আবু তোরাবি ফেরদ বলেছেন, ‘আবার যুদ্ধ হলে ইসরাইলের সামরিক ও অর্থনৈতিক মেরুদণ্ড চূর্ণ হয়ে যাবে।’
তিনি আরও বলেন, শত্রুর আগ্রাসনের প্রথম মুহূর্ত থেকে ইরানি জনগণ যে জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের উদাহরণ দেখিয়েছে, তা অনন্য। ঐক্য, জ্ঞান ও নৈতিকতা দিয়ে এ শক্তিকে আরও দৃঢ় করা হবে।
আবু তোরাবি ফেরদ সরকারি সূত্রের তথ্য তুলে ধরে জানান, সাম্প্রতিক যুদ্ধ তেল আবিবের ইতিহাসের অন্যতম জটিল কৌশলগত চ্যালেঞ্জ ছিল। ইরানি হামলায় ইসরাইল প্রায় ৩০ থেকে ৩৫ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে, যা দেশটির জিডিপির প্রায় ৮ শতাংশ।
তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, ইরানি বাহিনী পুরোপুরি প্রস্তুত। তবে ইসরাইল বুঝে গেছে, পরবর্তী কোনো ভুল তাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে।
উল্লেখ্য, ১৩ জুন শুরু হওয়া এ যুদ্ধ চলে ১২ দিন। ইসরাইল প্রথমে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ পরিচালনা করে। যুক্তরাষ্ট্রও ২২ জুন লড়াইয়ে অংশ নেয় এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে ইরান কাতারের মার্কিন ঘাঁটি আল-উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ২৪ জুন যুদ্ধবিরতির মাধ্যমে এ সংঘাত সাময়িকভাবে থামে।