আওয়ার টাইমস নিউজ:
স্টাফ রিপোর্টার: রংপুর মহানগর পুলিশের সাবেক সহকারী কমিশনার (এসিপি) মো. আরিফুজ্জামান, যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি, এবার ভারতে ধরা পড়েছেন।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করার সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে। পরে তাকে স্বরূপনগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভারতীয় কর্তৃপক্ষ জানায়, তার কাছ থেকে পাওয়া পরিচয়পত্র ও নথিপত্র যাচাই করে নিশ্চিত হওয়া গেছে তিনি বাংলাদেশের এক পুলিশ কর্মকর্তা এবং তার বাড়ি নীলফামারীর শাহীপাড়ায়।
পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, আরিফুজ্জামানের বিরুদ্ধে ভারতের ফরেনার্স অ্যাক্টের ১৪(এ) ধারা ও পাসপোর্ট আইনের ১২ ধারা অনুযায়ী মামলা হয়েছে। রবিবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠান।
২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। সংঘর্ষের একপর্যায়ে দূর থেকে পুলিশ তার ওপর ছররা গুলি চালায়, যা প্রাণঘাতী হয়। ঘটনাস্থলের দায়িত্বে ছিলেন এসিপি আরিফুজ্জামান।
এই ঘটনার পর তার বিরুদ্ধে হত্যা মামলা হয় এবং তাকে মামলার চার নম্বর আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তিনি আত্মগোপনে চলে যান। পরে চাকরিতে অনুপস্থিত থাকার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রায় এক বছরের বেশি সময় আত্মগোপনে থাকার পর অবশেষে তিনি ভারতে পালানোর চেষ্টাকালে ধরা পড়লেন।
cgt