
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চাই না, বরং একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সবাইকে দেখতে চাই।”
শনিবার রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় উলামা কমিটি আয়োজিত দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের সামাজিক গঠন এমন যে এখানে বহু ধর্ম ও মতের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে মিলেমিশে বসবাস করছে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই এ দেশের অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, “আমরা এখানে ধর্মের কারণে বিভাজন সৃষ্টি করতে চাই না, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের মাধ্যমে ঐক্য বজায় রাখতে চাই।”
তিনি আরও বলেন, “যেমন আমরা কেউই আল্লাহর ইচ্ছা ছাড়া এই পৃথিবীতে আসিনি, তেমনি অন্য ধর্মের মানুষও আল্লাহর ইচ্ছাতেই জন্মগ্রহণ করেছেন। তাই সবার প্রতি ন্যায়বিচার ও সহমর্মিতা প্রদর্শন করা আমাদের দায়িত্ব।”
দাঈদের উদ্দেশে জামায়াত আমির বলেন, “আল্লাহর প্রেরিত কিতাব ‘আল-কোরআন’ ও নবী মুহাম্মদ (সা.)-এর দাওয়াতের পদ্ধতি অনুসরণ করেই সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা উচিত। মানুষকে দ্বীনের পথে আহ্বান করা দাঈদের অন্যতম প্রধান দায়িত্ব।”
তিনি আরও যোগ করেন, “যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন, তারা সমাজে নৈতিকতা ও কল্যাণের বার্তা পৌঁছে দেন। রাসূলুল্লাহ (সা.)-এর দাওয়াতি জীবন আমাদের জন্য শ্রেষ্ঠ উদাহরণ।”





























