আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতির খেদমতের সুযোগ পেলে তারা জাতীয় সরকার গঠন করবেন এবং এতে দুর্নীতি বা অন্যায়কে কোনভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।
ডা. শফিকুর রহমান মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে পূর্ব কাফরুলে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি তিনটি শর্ত উল্লেখ করেন: নিজে দুর্নীতি করবেন না, বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করবেন না, এবং জুলাই সনদ মোতাবেক দেশ চালাতে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না।
তিনি আরও বলেন, সাধারণ মানুষকে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সভায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা ও সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক উপস্থিত ছিলেন।