আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আজকের দিনটি শুধু আমাদের দেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য একটি উদাহরণ হবে। আমরা বর্বরতার সমাজ থেকে সভ্যতার যুগে প্রবেশ করেছি। আমাদের ভবিষ্যত অত্যন্ত প্রতিশ্রুতিশীল, শুধু সমাজকে সঠিকভাবে গঠন করতে হবে।
ড. ইউনূস উল্লেখ করেন, জাতীয় ঐক্য তৈরি করা সহজ কাজ ছিল না। রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে বসিয়ে সমঝোতার পথ খুঁজে বের করতে কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, দলের মধ্যে এত গভীর ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে, যা দেশের জন্য নতুন প্রেরণার উৎস হবে।
তিনি আরও বলেন, ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে ঐক্যের সুর বজায় রেখে নির্বাচন উৎসবমুখর পরিবেশে করার চেষ্টা করা হবে। এছাড়া, গণঅভ্যুত্থানের নায়কদের স্মরণ করতে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতি চির কৃতজ্ঞ থাকবে।
ড. ইউনূস সমুদ্রবন্দর উন্নয়নের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গোপসাগরের সম্পদ সঠিকভাবে ব্যবহার করলে কক্সবাজার, মাতারবাড়ি ও মহেশখালীর বন্দরগুলোকে উন্নত করা সম্ভব। এতে আন্তর্জাতিক জাহাজ চলাচল সহজ হবে এবং নেপাল, ভুটান ও সেভেন-সিস্টার্স দেশের সঙ্গে ব্যবসা ও আত্মিক যোগাযোগও বৃদ্ধি পাবে।
জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশা এবং জাতির সামনে নতুন উদ্দীপনা পুনঃস্থাপন হলো।