
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাজহারুল ইসলাম অভিযোগ করেছেন, ভোট গ্রহণ শেষ হলেও ফলাফল ঘোষণা না হওয়ায় তারা ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
মাজহারুল ইসলাম বলেন, “আমরা প্রশাসনকে আগে থেকেই সতর্ক করেছিলাম এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়েছিলাম। যদি আজকের মধ্যে ভোট গণনা শেষ না হয় এবং ফলাফল ঘোষণা না করা হয়, তাহলে আমরা দৃঢ় অবস্থান নেব। নির্বাচন বানচালের অপপ্রয়াস প্রতিহত করা হবে।”
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের আগের রাতে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের অফিসে ছাত্রদলের এক সাবেক নেতা, জেলা যুবদলের এক কর্মী এবং বিএনপিপন্থী কয়েকজন শিক্ষক বৈঠক করেছেন। অথচ নির্বাচনী বডির বাইরে অন্য কারও প্রবেশাধিকার নেই।
মাজহারুলের দাবি, প্রশাসনের ভেতর একটি গোষ্ঠী নানা অজুহাতে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে এবং বিএনপিপন্থী শিক্ষকেরা এই অনিয়মকে উৎসাহ দিচ্ছেন।




























