
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তান স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে। ম্যাচটি বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
পাকিস্তান প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে। জবাবে আরব আমিরাত ১৭.৪ ওভারে ১০৫ রানে অলআউট হয়। এই ছোট পুঁজি নিয়েও পাকিস্তান বড় জয় তুলে নিল।
টস হেরে ব্যাট করতে নেমে ১৪৬ রান তুলেছে পাকিস্তান। ফখর জামান এবং শাহিন আফ্রিদি দলের ব্যাটিংয়ে নেতৃত্ব দেন। ফখর ৩৬ বলে ৫০ রান করে এবং আফ্রিদি শেষদিকে ১৪ বলে অপরাজিত ২৯ রানে দলের স্কোরকে নির্ভরযোগ্য করে তোলেন।
আরব আমিরাতের ইনিংসে প্রথমে ভালো শুরু হয়। দুই ওভারে ১৯ রান হয়। তবে দ্রুত পাকিস্তানের বোলারদের চাপের মুখে তারা তিন উইকেট হারায়। আবরার আহমেদ এবং হারিস রউফের সঙ্গে শাহিন আফ্রিদির বোলিংতে আরব আমিরাতের ব্যাটাররা ছড়িয়ে পড়ে। ধ্রুব পারেশার ও রাহুল চোপড়া কিছুটা প্রতিরোধ দেখালেও শেষ পর্যন্ত দলটি ১৭.৪ ওভারে ১০৫ রানে অলআউট হয়।
পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি, হারিস রউফ এবং আবরার আহমেদ দু’টি করে উইকেট নেন। আরব আমিরাতের শীর্ষ বোলার ছিলেন জুনায়েদ সিদ্দিকি এবং সিমরানজিত সিং।
এই জয়ের মাধ্যমে পাকিস্তান গ্রুপ ‘এ’-র শীর্ষ দুটি দল থেকে সুপার ফোর নিশ্চিত করে। একই গ্রুপে ভারতও দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে। আরব আমিরাত এবং ওমান গ্রুপ থেকে ছিটকে গেছে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৪৬/৯ (ফখর ৫০, আফ্রিদি ২৯*, সালমান ২০; জুনায়েদ ৪/১৮, সিমরানজিৎ ৩/২৬)
আরব আমিরাত: ১৭.৪ ওভারে ১০৫ (চোপড়া ৩৫, পারাশার ২০; আবরার ২/১৩, আফ্রিদি ২/১৬, রউফ ২/১৯)
ফল: পাকিস্তান ৪১ রানে জয়ী




























