আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে আবারও মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুই দলের লড়াইয়ে বাংলাদেশের জন্য রয়েছে বাড়তি প্রেরণা। শ্রীলঙ্কাকে হারালেই সামনে অপেক্ষা করছে ফাইনাল।
বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস খুব বেশি সমৃদ্ধ নয়। টা-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ৮ জয়ের বিপরীতে শ্রীলঙ্কা জিতেছে ১৩ ম্যাচে। এশিয়া কাপ হিসাব করলে তিন জয় এবং ১৪ হার দেখা যায় বাংলাদেশের। শেষবার গ্রুপপর্বে বাংলাদেশ ১৪০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল, শ্রীলঙ্কা তা মাত্র ১৪.৪ ওভারেই পেরিয়ে যায়।
তবে ইতিবাচক ইতিহাসও আছে। বাংলাদেশ প্রথমবার শ্রীলঙ্কাকে হারিয়েছে ২০১২ সালে, ফাইনাল নিশ্চিত করেছিল। পরের জয় এসেছে ২০১৬ সালে মাশরাফি বিন মুর্তজার দলের নেতৃত্বে, আর ২০১৮ সালে ওয়ানডে এশিয়া কাপেও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল বাংলাদেশ।
আজকের ম্যাচে জয় হয়তো সরাসরি ফাইনাল নিশ্চিত করবে না, তবে বাংলাদেশের জন্য বড় পদক্ষেপ হবে। ইতিহাসের আলোয়, শ্রীলঙ্কার বিরুদ্ধে আজকের জয় দলকে উৎসাহিত করবে।